কুরআন শরীফ তিলাওয়াতের ফযীলত

 কুরআন শরীফ তিলাওয়াতের ফযীলত

কুরআন শরীফ তিলাওয়াতের ফযীলত
১। হযরত রাসূলে করীম (স.) এরশাদ করেছেন:

خَيْرُكُمْ مَنْ تَعَلَّمَ الْقُرْاٰنَ وَعَلَّمَه (بخاري ـ۷۵۶)

অর্থাৎ “তোমাদের মধ্যে যে ব্যক্তি কুরআন শরীফ নিজে শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয় সে—ই তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি। (বুখারী—৭৫২)

২। হুযূর (স.) আরও বলেন: اَفْضَلُ الْعِبَادَةِ  قِرَأَةُ   الْقُرْاٰنِ

অর্থাৎ কুরআন শরীফ তেলাওয়াত সর্বোত্তম ইবাদত।

৩। নবী করীম (স.) আরও বলেন:

تَعَلَّمُوا الْفَرَآئِضَ وَالْقُرْاٰنَ وَعَلِّمُوْا النَّاسَ فَاِنِّىْ مَقْبُوْضٌ (ابو داود۲/۲۹)

অর্থাৎ তোমরা ফরয সমূহ ও কুরআন মাজীদ শিক্ষা কর এবং লোকদেরকে শিক্ষা দাও। কেননা, আমি চিরকাল থাকব না। (তিরমিযী—২/২৯)

৪। নবী করীম (স.) আরও বলেন:

اَهْلُ الْقُرْاٰنِ هُمْ اَهْلُ اللهِ وَخَاصَّتُه (مسند احمد)

আহলে কুরআনগণই মহান আল্লাহর পরিবারভুক্ত এবং খাছ ব্যক্তি।

৫। যার অন্তরে কুরআন শরীফের কিছু অংশ নেই সে যেন একটি উজাড় গৃহ। (তিরমিযী—২/১১৯)

৬। তোমরা সর্বদা কুরআন শরীফ তেলাওয়াত করতে থাক। কারণ, যারা সর্বদা কুরআন শরীফ তেলাওয়াত করে কিয়ামতের দিন কুরআন শরীফ তার জন্য সুপারিশ করবে। (মুসলিম)

৭। যে ব্যক্তি কুরআন শরীফের একটি হরফ পড়ে সে একটি নেকী পায়। আর একটি নেকী দশ নেকীর সমান। (তিরমিযী)

৮। যে ব্যক্তি কুরআন শরীফ পড়েছে এবং উহার হুকুম সমূহ পালন করেছে তাঁর পিতা—মাতা কে কিয়ামতের দিন এমন একটি ‘তাজ’ পরানো হবে যার আলো সূর্যের আলো হতে অধিক উজ্জ্বল হবে। (আহমদ ও আবু দাউদ)

৯। কুরআন শরীফ মুখস্থ পড়ায় এক হাজার সওয়াব আর দেখে পড়ায় দুই হাজার সওয়াব। অতএব, আল্লাহ পাকের সন্তষ্টি লাভের জন্য সহী শুদ্ধ ভাবে তিলাওয়াত করতে হবে। 

১০। কুরআন শরীফ তিলাওয়াতের  সময় তিনটি বিষয় লক্ষ্য রাখা জরুরী:- 

১। মাখরাজ অনুযায়ী হরফগুলো উচ্চারণ করা।

২। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করা।

৩। মাদের জায়গাগুলো টেনে পড়া।

কুরআন শরীফ তিলাওয়াতের পূর্বে তিনটি কাজ করতে হয়।

(ক) পাক পবিত্র হওয়া। (খ) আউযুবিল্লাহ পড়া। (গ) বিসমিল্লাহ পড়া

১১। কুরআন শরীফ তিলাওয়াতের তিনটি ফায়দা আছে তম্মধ্যে ঃ

১. মন ও কলবের ময়লা দূর হয়।

২. আল্লাহ তা‘আলার মুহাব্বাত বৃদ্ধি পায়।

৩. প্রতিটি হরফে কমপক্ষে দশটি করে নেকী পাওয়া যায়। (অর্থাৎ না বুঝে পড়লেও তবে অর্থ বুঝে পড়লে নেকীর পরিমাণ বহুগুণে বৃদ্ধি পায়)।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ