আসমায়ে হুসনা: আল্লাহর গুন বাচক নামের আমল কতবার-কিভাবে করতে করলে কি ফায়দা বা কি ফল পাওয়া যায়।

আসমায়ে হুসনা: আল্লাহর গুন বাচক নামের আমল কতবার-কিভাবে করতে করলে কি ফায়দা বা কি ফল পাওয়া যায়।

هُوَاللهُ الَّذِىْ الَآ اِلٰهَ اِلَّاهُوَ

اَلرَّحْمٰنُ

اَلرَّحِيْمُ

اَلْمَلِكُ

اَلْقُدُّوْسُ

اَلسَّلَامُ

اَلْمُؤْمِنُ

اَلْمُهَيْمِنُ

اَلْعَزِيْزُ

اَلْجَبَّارُ

اَلْمُتَكَبِّرُ

اَلْخَالِقُ

اَلْبَارِئُ

اَلْمُصَوِّرُ

اَلْغَفَّارُ

اَلْقَهَّارُ

اَلْوَهَّابُ

اَلرَّزَّاقُ

اَلْفَتَّاحُ

اَلْعَلِيْمُ

اَلْقَابِضُ

اَلْبَاسِطُ

اَلْخَافِضُ

اَلرَّافِعُ

اَلْمُعِزُّ

اَلْمُذِلُّ

اَلسَّمِيْعُ

اَلْبَصِيْرُ

اَلْحَكَمُ

اَلْعَدْلُ

اَللَّطِيْفُ

اَلْخَبِيْرُ

اَلْحَلِيْمُ

اَلْعَظِيْمُ

اَلْغَفُوْرُ

اَلشَّكُوْرُ

اَلْعَلِىُّ

اَلْكَبِيْرُ

اَلْحَفِيْظُ

اَلْمُقِيْتُ

اَلْحَسِيْبُ

اَلْجَلِيْلُ

اَلْكَرِيْمُ

اَلرَّقِيْبُ

اَلْمُجِيْبُ

اَلْوَاسِعُ

اَلْحَكِيْمُ

اَلْوَدُوْدُ

اَلْمَجِيْدُ

اَلْبَاعِثُ

اَلشَّهِيْدُ

اَلْحَقُّ

اَلْوَكِيْلُ

اَلْقَوِىُّ

اَلْمَتِيْنُ

اَلْوَلِّىُ

اَلْحَمِيْدُ

اَلْمُحْصِىْ

اَلْمُبْدِئُ

اَلْمُعِيْدُ

اَلْمُحْيِىْ

اَلْمُمِيْتُ

اَلْحَىُّ

اَلْقَيُّوْمُ

اَلْوَاجِدُ

اَلْمَاجِدُ

اَلْوَاحِدُ

اَلْاَحَدُ

اَلصَّمَدُ

اَلْقَادِرُ

اَلْمُقْتَدِرُ

اَلْمُؤَخِّرُ

اَلْاَوَّلُ

اَلْاٰ خِرُ

اَلظَّاهِرُ

اَلْبَاطِنُ

اَلْوَالِىْ

اَلْمُتَعَالْىِ

اَلْبَرُّ

اَلتَّوَّابُ

اَلْمُنْتَقِمُ

اَلْعَفُوُّ

اَلرَّءُوْفُ

مَالِكُ الْمُلْكِ

ذُوالْجَلَالِوَالْاِكْرَامِ

اَلْمُقْسِطُ

اَلْجَامِعُ

اَلْغَنِىُّ

اَلْمُغْنِىْ

اَلْمُعْطِىْ

اَلْمَانِعُ

اَلضَّآرُّ

اَلنُّوْرُ

اَلنَّافِعُ

اَلْهَادِىْ

اَلْبَدِيْعُ

اَلْبَاقِىْ

اَلْوَارِثُ

اَلرَّشِيْدُ

اَلصَّبُوْرُ


ফাযায়েলে আসমায়ে হুসনা:
হযরত আবু হুরাইরা (রা.) হতে বর্ণিত, তিনি বলেন যে হযরত রাসূলে কারীম (স.) ফরমান, আল্লাহ তা‘আলার ৯৯টি নাম আছে, যে উহা মুখস্থ রাখবে সে জান্নাতে প্রবেশ করবে। (তিরমিযী শরীফ)

আসমায়ে হুসনা (আল্লাহ তা‘আলার গুণবাচক নামসমূহ)

নিম্নে হাকীমুল উম্মাহ হযরত মাওলানা আশরাফ আলী থানভী (রহ.) প্রণীত কিতাব থেকে ৯৯ নামের সংক্ষিপ্ত ফযীলত আলোকপাত করা হল।

اَللهُ (আল্লাহু) يا الله (ইয়া আল্লাহ)

هُوَ اللهُ الَّذِىْ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ তিনিই মহান আল্লাহ, একক, ঐ সত্ত্বা যে, তিনি ব্যতীত অন্য কেউ ইবাদতের উপযোগী নেই। اَللهُ শব্দটি জাতি নাম, বাকী ৯৯টি সিফতী নাম। যে ব্যক্তি শুক্রবার জুম‘আর নামাযের পূর্বে নির্জন স্থানে বসে ২০০ বার اَللهُ পাঠ করবে আল্লাহ তা‘আলা তার মনের বাসনা পূর্ণ করবেন।

اَللهُ নামের যিকির উত্তম। যে ব্যক্তি সকাল—বিকাল ও রাত্রিতে আল্লাহর যিকির করবে, তার অন্তরে এবং মৃত্যুর পর কবরে নূর চমকাতে থাকবে। প্রত্যহ ১০০০ বার এ নামের যিকির করলে ঈমান দৃঢ় ও মজবুত হয়।

১. اَلرَّحْمٰنُ তিনি দয়াময় / يَا رَحْمٰنُ (ইয়া রহমানু)

(ক) এই পবিত্র নামটি বিসমিল্লাহসহ সর্ব প্রথম দুনিয়াতে প্রচারিত হয়। (কাশশাফ ১/২১) 
(খ) যে ব্যক্তি প্রত্যেক নামাযের পর ১০০ বার পাঠ করবে তার মনের অশান্তি, গ্লানি ও ভ্রম দূর হবে এবং অন্যায় কাজ থেকে বিরত থাকতে পারবে। আর ৩০০ বার পড়লে দোআ কবুল হবে।

২. اَلرَّحِيْمُ  তিনি অত্যন্ত দয়ালু / يَا رَحِيْمُ (ইয়া রহীমু)

যে ব্যক্তি এ পবিত্র নামটি দৈনিক ১০০ বার পাঠ করবে তার মন দয়ালু হবে এবং সকল প্রকার বালা—মুসীবত থেকে নিরাপদ থাকবে।

৩. اَلْمَلِكُ তিনি বাদশাহ / يَا مَالِكُ (ইয়া মালিকু)

যে ব্যক্তি এ পবিত্র নামটি দৈনিক ৬২০ বার পড়বে তার আর্থিক অভাব দূর হবে। আর সর্বদা যিকির করলে রাজার রাজত্ব ঠিক থাকবে।

৪. اَ لْقُدُّوْسُ তিনি পবিত্র, সম্পূর্ণ নিস্কলঙ্ক / يَا قُدُّوْسُ (ইয়া কুদূসু)

এ পবিত্র নামটি দৈনিক ৪১ বার পড়ে পানিতে ফুঁক দিয়ে গর্ভবতী মহিলাকে পান করালে নেক সন্তান জন্ম হবে। আর ফজর ও মাগরিব নামাযের পরে ১১ বার পাঠ করলে যে কোন যৌন ব্যধি থেকে রক্ষা পাবে।

৫. اَلسَّلَامُ তিনি শান্তিময়, শান্তিদাতা / يَا سَلَامُ (ইয়া সালামু)

যে ব্যক্তি এ পবিত্র নামটি রোগীর মাথার নিকট বসে দু’হাত উঠিয়ে উচ্চস্বরে ১৩৬ বার ধারাবাহিক কয়েকদিন পাঠ করবে তার রোগ ভাল হবে। আর পীড়িত ব্যক্তি দৈনিক ১০০ বার পড়লে পীড়া দূর হবে।
দৈনিক নামাযের পর ১০০০ বার পড়লে জীবনে কখনো অন্ধ হবে না এবং যে কোন অস্থিরতার সময় ৬২ বার পড়লে অশান্তি দূর হয়।

৬. اَلْمُؤْمِنُ তিনিই মুক্তিদাতা, নিরাপত্তা বিধায়ক / يَا مُؤْمِنُ (ইয়া মু’মিনু)

যে ব্যক্তি এ পবিত্র নামটি দৈনিক ১৬৭ বার নিয়মিত পড়বে তার ঈমান মজবুত হবে, আর ৩৬ বার পড়লে ভয় দূর হয়, এবং ১০০০ বার কাগজে লিখে সঙ্গে রাখলে সকলেই অনুগত হয় ও শয়তানের ধোকা হতে রক্ষা পাওয়া যায়।

৭. اَلْمُهَيْمِنُ তিনিই সবকিছুর রক্ষণাবেক্ষণকারী / يَا مُهَيْمِنُ (ইয়া মুহাইমিনু)

যে ব্যক্তি গোসল করে নির্জন স্থানে দু’রাকআত নামায পড়বে এবং এ পবিত্র নামটি খাস দিলে ১০০ বার পড়বে, আল্লাহ তা‘আলা তার সব রকম ভয় দূর করে দেবেন, এবং ১১৫ বার পড়লে ইংশা আল্লাহ সে গোপন বিষয় সম্পর্কে অবগত হবে ও তার অন্তরে নূর সৃষ্টি হবে।

৮. اَلْعَزِيْزُ তিনি সর্বশক্তিমান, পরাক্রমশালী / يَا عَزِيْزُ (ইয়া আযীযু)

যে ব্যক্তি দৈনিক ৪১ বার করে ধারাবাহিক ৪০দিন এ নাম পড়বে আল্লাহর ফজলে মনের চিন্তা দূর হবে, সম্মান লাভ হবে এবং অমুখাপেক্ষী হবে।

৯. اَ لْجَبَّارُ সকলের উপর সর্বপ্রকার ক্ষমতাশালী /يَا جَبَّارُ (ইয়া জাব্বারু)

যে ব্যক্তি এ পবিত্র নামটি প্রত্যহ ফজর ও মাগরিবের নামাযের পরে ২২৬ বার নিয়মিত পাঠ করবে, ইংশা আল্লাহ সে যালেমদের জুলুম থেকে হেফাযতে থাকবে।

১০. اَلْمُتَكَبِّرُ তিনিই সর্বাপেক্ষা বড় ও মহান / يَا مُتَكَبِّرُ (ইয়া মুতাকাব্বিরু)

যে স্বামী বাসর রাতে এ পবিত্র নামাটি মনে মনে যিকির করতে করতে স্ত্রীর মুখ দর্শন করে, তবে ঐ স্ত্রী সব সময় তার বাধ্য এবং অনুগত থাকবে।

১১. اَلْخَالِقُ তিনিই যাবতীয় জড় পদার্থের সৃষ্টিকারী / يَا خَالِقُ (ইয়া খালিকু)

যে ব্যক্তি এ পবিত্র নামটি ৭ দিন নিয়মিত ১০০ বার পড়বে সে আল্লাহর রহমতে সকল বিপদ হতে রক্ষা পাবে।

১২. اَلْبَارِئُ তিনিই যাবতীয় আত্মার সৃষ্টিকর্তা / يَا بَارِئُ (ইয়া বারিউ)

যে ব্যক্তি দৈনিক ৭ বার এ পবিত্র নামটি পাঠ করবে, তার জন্য কবরের আযাব মাফ হবে।

১৩. اَلْمُصَوِّرُ তিনি যাবতীয় আকৃতি ও প্রকৃতির সৃষ্টিকর্তা / يَا مُصَوِّرُ (ইয়া মুসওভিরু)

যে বন্ধ্যা নারী নিয়মিত ৭ দিন রোযা রেখে ২১ বার এ পবিত্র নামটি পড়ে পানিতে ফঁু দিয়ে ইফতার করবে এবং পরে আবার ২১ বার পড়বে ইংশা আল্লাহ তার গর্ভ ধারণ করবে এবং পুত্র সন্তান লাভ করবে।

১৪. اَلْغَفَّارُ তিনিই ক্ষমাশীল ও অসীম ক্ষমাকারী / يَا غَفَّارُ (ইয়া গফ্ফারু)

যে ব্যক্তি যোহরের নামাযের পর ৩০০ বার এ পবিত্র নামটি পাঠ করবে সে মামলা মোকাদ্দমায় জয়ী হবে।

১৫. اَلْقَهَّارُ তিনিই সর্ব শক্তিমান / يَا قَهَّارُ (ইয়া কহ্হারু)

যাদুর কারণে কারো যৌন দূর্বলতা হলে এ পবিত্র নামটি প্লেটে মেশক—যাফরান দ্বারা লিখে ধৌত করে ঐ পানি পান করালে আরগ্য লাভ হবে আর যে ব্যক্তি দুনিয়ার ভাল বাসায় লিপ্ত সে বেশী বেশী এ নাম পাঠ করলে, দুনিয়াবী মোহ দূর হবে, আল্লাহ তা‘আলার প্রতি দৃঢ় বিশ্বাস জন্মে এবং কোন শত্রু তাকে ক্ষতি করতে পারবে না।

১৬. اَلْوَهَّابُ তিনিই দাতা, অসীম তাঁর দান / يَا وَهَّابُ (ইয়া ওয়াহ্হাবু)

যে ব্যক্তি চাশতের নামাযের পর সিজদায় গিয়ে এ পবিত্র নামটি ১০০ বার পড়বে তার অভাব মোচন হবে, ধন—সম্পদ লাভ হবে, প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে এবং মনের বাসনা পূর্ণ হবে ও রুজীতে বরকত হবে।

১৭. اَلرَّزَّاقُ তিনিই সকলের আহার দাতা / يَا رَزَّاقُ (ইয়া রয্যাকু)

যে ব্যক্তি এ পবিত্র নামটি ফজর নামাযের পূর্বে ১০০০০ (দশ হাজার) বার মনযোগসহ পড়বে সে হারানো চাকুরী ফিরে পাবে এবং তার রিযিক বৃদ্ধি পাবে।

১৮. اَلْفَتَّاحُ তিনিই একমাত্র জয় দাতা / يَا فَتَّاحُ (ইয়া ফাত্তাহু)

যে ব্যক্তি এ পবিত্র নামটি ফজর নামাযের পরে বুকের উপর দু’হাত রেখে ৭১ বার পড়বে আল্লাহ তা‘আলা তার মনের সমস্ত কালিমা (কলুসতা) দূর করে দিবেন, তার সকল কাজ সহজ হবে এবং অভাব অনটন দূর হবে।

১৯. اَلْعَلِيْمُ তিনিই সর্বজ্ঞ / يَا عَلِيْمُ (ইয়া আলীমু)

যে ব্যক্তি এ পবিত্র নাম ২১ বার পাঠ করে পানিতে দম / ফুঁ দিয়ে ঐ পানি একাধারে ৪০ দিন পান করবে স্মরণ শক্তি অত্যন্ত বৃদ্ধি পাবে, আর সর্বদা যিকির করলে ইলম ও মারেফতের দরজা খুলে যাবে।

২০. اَلْقَابِضُ তিনিই একমাত্র আয়ত্বকারী / يَا قَابِضُ (ইয়া ক্বাবিদু)

যে ব্যক্তি নিয়মিত ৪০ দিন পর্যন্ত প্রত্যহ ফজর এবং মাগরিবের নামাযের পর ২১ বার পড়বে জ্বিন ভূত ও যাদুর আছর থেকে সে মুক্ত থাকবে।

২১. اَلْبَاسِطُ তিনিই একমাত্র প্রশস্তকারী / يَا بَاسِطُ (ইয়া বাসিতু)

যে স্ত্রী তার বদ মেজাজ এবং চরিত্রহীন স্বামীকে পরপর তিন দিন ফজর নামাযের পর এ পবিত্র নামটি ৩০০ বার পাঠ করে পানিতে ফঁু দিয়ে স্বামীকে পান করাবে স্বামীর দোষ দূর হবে।

২২. اَلْخَافِضُ তিনিই একমাত্র অবতরণকারী / يَا خَافِضُ (ইয়া খাফিদু)

যে ব্যক্তি এ পবিত্র নামটি দৈনিক ৫০০ বার পড়বে আল্লাহ পাক তার সমস্ত প্রয়োজন পূর্ণ করে দিবেন এবং সকল প্রকার জটিলতা দূর করে দিবেন।

২৩. اَلرَّافِعُ তিনিই একমাত্র উন্নতী দানকারী / يَا رَافِعُ (ইয়া রাফিউ)

যে ব্যক্তি এ পবিত্র নামটি দিনে ও রাতে ঘুমানোর সময় ১০০ বার পড়বে সে ব্যক্তি সকল প্রকার বিপদ হতে রক্ষা পাবে এবং তার সম্মান বৃদ্ধি হবে।

২৪. اَلْمُعِزُّ তিনিই সম্মান দানকারী / يَا مُعِزُّ (ইয়া মুইয্যু)

যে ব্যক্তি এ পবিত্র নামটি প্রত্যেক সোমবার ও শুক্রবার দিন মাগরিবের পর নিয়মিতভাবে ৪১ বার পড়বে ইংশা আল্লাহ সকলের কাছে সম্মান পাবে এবং পৃথিবীতে প্রতাপশালী হবে।

২৫. اَلْمُذِلُّ অপমান ও অপদস্তকারী / يَا مُذِلُّ (ইয়া মুযিল্লু)

যে ব্যক্তি এ পবিত্র নামটি পাঁচ ওয়াক্ত ফরয নামাযের পর সিজদায় গিয়ে ৭৫ বার পড়বে ইংশা আল্লাহ শত্রুর অনিষ্ট হতে রক্ষা পাবে এবং কোন লোক তার অধিকার নষ্ট করতে পারবে না।

২৬. اَلسَّمِيْعُ শ্রবণকারী / يَا سَمِيْعُ (ইয়া সামীউ)

যে ব্যক্তি এ পবিত্র নামটি বৃহস্পতিবার চাশতের নামাযের পর ৫০০ বার পড়বে ইংশা আল্লাহ তার দোআ কবুল হবে।

২৭. اَلْبَصِيْرُ প্রদর্শনকারী / يَا بَصِيْرُ (ইয়া বাসীরু)

যে ব্যক্তি এ পবিত্র নামটি জুম‘আর সুন্নত নামাযের পর ফরযের পূর্বে ১১১ বার পড়ে চোখে ফুঁ দিবে তার দৃষ্টিশক্তি প্রখর হবে। সৎ কাজের সাহস বৃদ্ধি পাবে।

২৮. اَلْحَكَمُ বিচার বিধানকারী/ يَا حَكَمُ (ইয়া হাকামু)

যে ব্যক্তি এ পবিত্র নামটি সর্বদা মনে মনে যিকির করবে, সকলে তার প্রতিটি কাজ কর্ম খুব বেশী পছন্দ করবে। তার কথাবার্তা ভাল লাগবে, বিচারক হলে তার বিচারের খুব প্রশংসা হবে। আর বক্তা হলে শ্রোতাগণ তার বক্তৃতা শোনার জন্য ব্যস্ত থাকবে। আর যদি সে দৈনিক ৫০০০ (পাঁচ হাজার) বার পড়ে তাহলে তার জনপ্রিয়তা বেড়ে যাবে।

২৯. اَلْعَدْلُ তিনিই ন্যায় বিচারকারী / يَا عَدْلُ (ইয়া ‘আদলু)

যে ব্যক্তি এ পবিত্র নামটি প্রত্যহ মাগরিবের পর ১০০০ বার যিকির করবে আল্লাহ পাক তাকে আসমানী ও যমীনী সকল প্রকার বিপদ থেকে মুক্ত রাখবেন।

৩০. اَللَّطِيْفُ সুক্ষ্ম দয়ালু / يَا لَطِيْفُ (ইয়া লাতীফু)

যে ব্যক্তি দৈনিক নিয়মিতভাবে এ পবিত্র নামটি ১৩৩ বার পাঠ করবে তার রুযী রোযগার বৃদ্ধি হবে, এবং কোন প্রকার রোগ—ব্যধি থাকলে ইংশা আল্লাহ দূর হবে।

৩১. اَلْخَبِيْرُ সর্ব জ্ঞানী / يَا خَبِيْرُ (ইয়া খবীরু)

যে ব্যক্তি এ পবিত্র নামটি সর্বদা যিকির করবে তার মনের কুচিন্তা দূর হবে এবং শয়তানের প্ররোচনা থেকে পরিত্রাণ পাবে।

৩২. اَ لْحَلِيْمُ অত্যন্ত ধৈর্য্যশীল / يَا حَلِيْمُ (ইয়া হালীমু)

যে নেতৃস্থানীয় ব্যক্তি প্রতিদিন নিয়মিত এ পবিত্র নামটি ১১৯ বার পাঠ করবে ইংশা আল্লাহ পাঠকের ধনরত্ন ও নেতৃত্ব নিরাপদে থাকবে।

৩৩. اَلْعَظِيْمُ মহা উন্নত / يَا عَظِيْمُ (ইয়া আযীমু)

যে ব্যক্তি এ পবিত্র নামটি ৭ বার পড়ে পানিতে ফুঁ দিয়ে পান করবে তার পেটের রোগ দূর হবে। আর সর্বদা যিকির করলে মান সম্মান বৃদ্ধি পাবে।

৩৪. اَ لْغَفُوْرُ ক্ষমাশীল / يَا غَفُوْرُ (ইয়া গফূরু)

যে ব্যক্তি এ পবিত্র নামটি সর্বদা যিকির করবে, ইংশা আল্লাহ তার সকল দু:খ কষ্ট ও পেরেশানী দূর হবে এবং ধন সম্পদ ও সন্তানের মধ্যে বরকত হবে।

৩৫. اَلشَّكُوْرُ কৃতজ্ঞতা পছন্দকারী / يَا شَكُوْرُ (ইয়া শকূরু)

যে ব্যক্তি এ পবিত্র নামটি ৭৫ বার পড়ে পানিতে ফুঁ দিয়ে সে পানি ঘাড়ে ও বুকে মালিশ করবে ইংশা আল্লাহ শরীরে কোন প্রকার ব্যাথা বেদনা থাকবে না।

৩৬. اَلْعَلِىُّ সর্ব মহান মহা উন্নত / يَا عَلِىُّ (ইয়া আলিয়্যু)

যে ব্যক্তি এ পবিত্র নামটি ১৪১ বার পাঠ করে অথবা টুকরা কাগজে লিখে তাবিয রূপে ব্যবহার করবে অভাব থাকবে না এবং প্রবাসে থাকলে অতি তাড়াতাড়ি বাড়ি ফিরবে।

৩৭. اَلْكَبِيْرُ বৃহত্তম, শ্রেষ্ঠ, অতিবড় / يَا كَبِيْرُ (ইয়া কাবীরু)

এ পবিত্র নামটি পড়ে কোন খাদ্যদ্রব্যে দম করে তা স্বামী স্ত্রী ভক্ষণ করলে তাদের মধ্যে গভীর ভালবাসা সৃষ্টি হবে।

৩৮. اَلْحَفِيْظُ রক্ষাকারী, মহারক্ষক / يَا حَفِيْظُ (ইয়া হাফীযু)

এ পবিত্র নামটি কাগজে ১১ বার লিখে তাবিয করে সাথে রাখলে বদনযর থেকে নিরাপদ থাকবে।

৩৯. اَلْمُقِيْتُ শক্তিদানকারী, অন্নদানকারী / يَا مُقِيْتُ (ইয়া মুক্বীতু)

এ পবিত্র নামটি কোন প্রবাসী ৭ বার পড়ে পানিতে দম করে সে পানি পান করে প্রবাস কালে সবরকম বিপদাপদ থেকে মুক্ত থাকে। আর অনুরূপ আমল করে শিশুদের পান করালে শিশুদের অত্যাধিক ক্রন্দন নিবারণ হবে।

৪০. اَلْحَسِيْبُ হিসাব পরীক্ষাকারী / يَا حَسِيْبُ (ইয়া হাসীবু)

কোন পরীক্ষায় অংশ গ্রহণকারী এক বৈঠকে ৩০০০ বার নিয়মিত ৭ দিন পাঠ করলে আল্লাহর ফযলে পরীক্ষায় ফলাফল ভাল হবে ইংশা আল্লাহ।

৪১. اَلْجَلِيْلُ অত্যন্ত মর্যাদাশীল / يَا جَلِيْلُ (ইয়া জালীলু)

যে ব্যক্তি এ পবিত্র নামটি ১০ বার পাঠ করে ধন—দৌলত বা মালামালের উপর ফুঁ দিবে আল্লাহর রহমতে ঐ মালামাল চোর ডাকাতের হাত থেকে রক্ষা পাবে।

৪২. اَلْكَرِيْمُ অত্যন্ত সম্মানী / يَا كَرِيْمُ (ইয়া কারীমু)

যে ব্যক্তি এ পবিত্র নামটি রাতে শয়নের পূর্বে দৈনিক ৩৩ বার পড়বে তার মান সম্মান বৃদ্ধি পাবে এবং ১০০০ বার পড়ে পানিতে ফুঁ দিয়ে পান করালে স্বভাবের দোষ ত্রুটি দূর হবে।

৪৩. اَلرَّقِيْبُ তত্ত্বাবধানকারী / يَا رَقِيْبُ (ইয়া রকীবু)

যে ব্যক্তি এ পবিত্র নামটি পবিত্র অবস্থায় ৩৪৩ বার পাঠ করবে ইংশা আল্লাহ সে তার হারানো মাল ফিরে পাবে। আর ৭ বার পড়ে গৃহের চতুর্দিকে ফিরে চারটি ফুঁ দিয়ে নিদ্রায় গেলে সে গৃহে চোর ডাকাত ঢুকতে পারবে না।

৪৪. اَ لْمُجِيْبُ প্রার্থনা কবুলকারী / يَا مُجِيْبُ (ইয়া মুজীবু)

যে ব্যক্তি এ পবিত্র নামটি মনযোগের সাথে ৮৬ বার পাঠ করে আল্লাহ তা‘আলার নিকট দু‘আ করে ইংশা আল্লাহ দোআ কবুল হবে।

৪৫. اَلْوَاسِعُ প্রশস্তকারী / يَا وَاسِعُ (ইয়া ওয়াসিউ)

যে ব্যক্তি এ পবিত্র নামটি সর্বদা যিকির করে তার মনের চিন্তা দূর হবে এবং সমৃদ্ধশালী হবে।

৪৬. اَ لْحَكِيْمُ প্রজ্ঞাবান, মহাজ্ঞানী / يَا حَكِيْمُ (ইয়া হাকীমু)

যে ব্যক্তি এ পবিত্র নামটি ১০৯ বার যিকির করবে কঠিন কাজ তার জন্য সহজ হয়ে যাবে, আর ২১ বার পড়ে পানিতে ফঁু দিয়ে সেই পানি জমিতে ছিটিয়ে দিলে ফসল অধিক হবে। আর মধ্য রাতে ৩০০ বার পড়লে আল্লাহ পাক তার গোপনীয় বিষয় অপ্রকাশিত রাখবেন।

৪৭. اَلْوَدُوْدُ শ্রেষ্ঠ বন্ধু / يَا وَدُوْدُ (ইয়া ওয়াদূদু)

যে ব্যক্তি এ পবিত্র নামটি ১২১ বার পাঠ করে স্বামী / স্ত্রীকে খাদ্য দ্রব্যের উপর দম করে খাওয়ালে ভালবাসা গাঢ় হবে। আর ৭৫ বার পড়ে খাওয়ালে বন্ধুত্ব গাঢ় হবে।

৪৮. اَلْمَجِيْدُ মহিমান্বিত, সম্মানিত / يَا مَجِيْدُ (ইয়া মাজীদু)

যে ব্যক্তি এ পবিত্র নামটি দৈনিক এশার নামাযের পর ১০০ বার নিয়মিত কিছু দিন পাঠ করবে আল্লাহর ফযলে তাকে সকলে ভক্তি শ্রদ্ধা করবে। আর বেশী বেশী পাঠ করলে তার অন্তরে ঈমানের নূর সৃষ্টি হবে।

৪৯. اَلْبَاعِثُ পুনরায় জীবিতকারী / يَا بَاعِثُ (ইয়া বায়িছু)

যে ব্যক্তি এ পবিত্র নামটি দৈনিক শোয়ার সময় বুকের উপর হাত রেখে ১০৩ বার পড়বে ইংশা আল্লাহ তার অন্তর ইল্ম দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে।

৫০. اَلشَّهِيْدُ সর্বত্র বিদ্যমান / يَا شَهِيْدُ (ইয়া শাহীদু)

যে ব্যক্তির স্ত্রী বা সন্তান অবাধ্য হয়, সে সকাল বেলা তাদের কপালে হাত রেখে এ পবিত্র নামটি ২১ বার পড়ে ফুঁ দিবে, ইংশা আল্লাহ তারা বাধ্য হয়ে যাবে। (নিয়মিত ৪০ দিন পড়তে হবে।)

৫১. اَ لْحَقُّ প্রকাশক, সত্য সরূপ / يَا حَقُّ (ইয়া হাক্কু)

যে কোন প্রকার বিপদ আপদ দেখা দিলে কোন কিছু হাড়ালে এক টুকরা কাগজের চার কোনে এ পবিত্র নামটি লিখে তার নিচে হারানো মালের নাম লিখে কাগজের টুকরাটি শেষ রাত্রে হাতের তালুতে রেখে খোলা আকাশের নীচে দাঁড়িয়ে যতক্ষণ পর্যন্ত সম্ভব এ নাম মনে মনে পড়তে থাকলে আল্লাহ তা‘আলা হারানো মাল ফিরিয়ে দিবেন। এবং বিপদাপদ দূর করে দিবেন।

৫২. اَلْوَكِيْلُ কার্যকারক, দায়িত্বশীল / يَا وَكِيْلُ (ইয়া ওয়াকীলু)

যে ব্যক্তি এ পবিত্র নামটি দৈনিক নির্দিষ্ট সময়ে ৯৭ বার যিকির করে, তার সব ধরণের মনের আশা পূরণ হবে। আর ঝড় তুফানের সময় পড়লে ইংশা আল্লাহ তা থেকে নিরাপদ থাকবে।

৫৩. اَلْقَوِىُّ মহা শক্তিশালী / يَا قَوِىُّ (ইয়া কবিয়্যু)

গর্ভবতী নারী প্রত্যহ এ পবিত্র নামটি ১২১ বার পাঠ করলে অতি সহজে সন্তান প্রসব হবে, প্রসবকালে ইংশা আল্লাহ কষ্ট হবে না।

৫৪. اَلْمَتِيْنُ দৃঢ়, অটল / يَا مَتِيْنُ (ইয়া মাতীনু)

যে মহিলার স্তনে দুধ হয় না, এ পবিত্র নামটি চিনির বাসনে লিখে ধুয়ে তাকে পান করালে তার স্তনে খুব দুধ হবে।

৫৫. اَلْوَلِىُّ অভিভাবক, সাহায্যকারী / يَا وَلِىُّ (ইয়া ওয়ালিয়্যু)

বিপদাপন্ন ব্যক্তি বৃহস্পতিবার রাত্রে এ পবিত্র নামটি পবিত্রাবস্থায় ১০১১ বার পাঠ করলে ইংশা আল্লাহ সর্ব প্রকার বিপদ মুক্ত হবে।

৫৬. اَلْحَمِيْدُ প্রশংসিত/ يَا حَمِيْدُ (ইয়া হামীদু)

যে ব্যক্তি এ পবিত্র নামটি ৪৫দিন পাঁচ ওয়াক্ত নামাযের পর ৯৫ বার পাঠ করলে সকল প্রকার অসৎ স্বভাব দূর হয়ে সে ব্যক্তি সৎ চরিত্রবান হবে।

৫৭. اَ لْمُحْصِىُ হিসাব রক্ষক, সর্বত্যাগী/يَا مُحْصِىُ (ইয়া মুহসিয়ু)

প্রতি জুম‘আর নামাযের পরে এ পবিত্র নামটি ১০০০ বার যিকির করে মোনাজাত করলে কবরের সুয়ালের জাওয়াব সহজ হবে ও মৃত্যু কষ্ট কম হবে।

৫৮. اَلْمُبْدِئُ আদি স্রষ্টা/يَا مُبْدِئُ (ইয়া মুবদিউ)

যে ব্যক্তি এ পবিত্র নামটি সেহেরীর সময় গর্ভবতী নারীর পেটের উপর হাত রেখে ৯৯ বার পড়বে, ইংশা আল্লাহ তার গর্ভ¯্রাব বা নির্ধারিত সময়ের পূর্বে সন্তান হবে না।

৫৯. اَلْمُعِيْدُ স্থিতিদানকারী/يَا مُعِيْدُ (ইয়া মুয়ীদু)

হারানো ব্যক্তিকে ফিরিয়ে আনার জন্য এ আমল করবে। যখন সকলে ঘুমিয়ে পরে তখন ঘরের চার কোনে ৭০ বার এ পবিত্র নামটি যিকির করলে ইংশা আল্লাহ ৭ দিনের মধ্যে হারানো ব্যক্তি ফিরে আসবে বা খোঁজ পাবে।

৬০. اَلْمُحْيِىُ জীবন দাতা/يَا مُحِىُ (ইয়া মুহয়ী)

যে ব্যক্তি এ পবিত্র নামটি একাধারে ৭ দিন ১০০ বার পাঠ করে শরীরে দম করবে হাশরের ময়দানে আযাবের ভয় থাকবে না।

৬১. اَلْمُمِيْتُ মৃত্যু দাতা/يَا مُمِيْتُ (ইয়া মুমীতু)

যে ব্যক্তি এ পবিত্র নামটি দৈনিক নিয়মিত ফজর নামাযের পর সাত বার পড়ে দেহে দম করবে তার যাদুর আছর দূর হবে এবং ৫৩১ বার পড়লে অযথা খরচ ও এবাদতের অলসতা দূর হয়।

৬২. اَلْحَىُّ অমর, চিরঞ্জীব/يَا حَىُّ (ইয়া হায়্যু)

যে ব্যক্তি এ পবিত্র নামটি দৈনিক ৩০০০ বার পড়বে তার আয়ু বৃদ্ধি পাবে।

৬৩. اَلْقَيُّوْمُ চিরস্থায়ী/ يَا قَيُّوْمُ (ইয়া কয়্যীমু)

এ পবিত্র নামটি দৈনিক ১৮৭ বার পড়লে অধিক নিদ্রা দূর হয় এবং সুনিদ্রা হয়। আর দৈনিক ৭ বার উচ্চস্বরে পাঠ করলে পাঠকের প্রতি শ্রোতার মন আকৃষ্ট হয়।

৬৪. اَ لْوَاجِدُ সৃষ্টিকারী/ يَا وَاجِدُ (ইয়া ওয়াজিদু)

যে ব্যক্তি এ পবিত্র নামটি আহার করার পূর্বে প্রত্যেক লোকমা গ্রহণ করা কালে পাঠ করবে ইংশাআল্লাহ মনবল, শক্তি ও আলোর কারণ হবে।

৬৫. اَلْمَاجِدُ গৌরবময়/يَا مَاجِدُ (ইয়া মাজিদু)

যে ব্যক্তি এ পবিত্র নামটি দৈনিক এশার নামাযের পরে ধারাবাহিক কিছু দিন যিকির করবে সকলে তাকে ভক্তি শ্রদ্ধা করবে।

৬৬. اَلْوَاحِدُ অদ্বিতীয়/ يَا وَاحِدُ (ইয়া ওয়াহিদু)

যে ব্যক্তি এ পবিত্র নামটি দৈনিক ১০০০ বার যিকির করবে পার্থিব জীবনে যাবতীয় মায়া মন হতে দূর হবে।

৬৭. اَلْاَحَدُ একক/ يَا اَحَدُ (ইয়া আহাদু)

যে ব্যক্তি এ পবিত্র নামটি একাকী অবস্থায় ১০১১ বার যিকির করবে ইংশা আল্লাহ মনের সকল প্রকার ভয় দূর হবে। আর সর্বদা পড়লে মৃত্যুকালে শয়তান ঈমান নষ্ট করতে পারবে না।

৬৮. اَلصَّمَدُ অভাবহীন/ يَا صَمَدُ (ইয়া সমাদু)

যে ব্যক্তি এ পবিত্র নামটি অধিক পরিমানে পড়বে তার কখনো ক্ষুদার কষ্ট হবে না। আর দৈনিক গভীর রাত্রে ১১১ বার পড়লে বিশ্বাসী ও সত্যবাদী হওয়া যায়।

৬৯. اَلْقَادِرُ ক্ষমতাবান, সর্ব শক্তিমান/يَا قَادِرُ (ইয়া কাদিরু)

যে ব্যক্তি এ পবিত্র নামটি অজুর সময় প্রত্যেক অঙ্গ ধৌত করতে পাঠ করবে তার সকল প্রকার শত্রু দমন হবে।

৭০. اَلْمُقْتَدِرُ সর্বময় ক্ষমতাশালী/يَا مُقْتَدِرُ (ইয়া মুকতাদিরু)

যে ব্যক্তি এ পবিত্র নামটি সকাল বেলা ঘুম হতে জাগ্রত হয়ে চক্ষু বন্ধ করে ২১ বার পাঠ করবে তার কার্য দক্ষতা বৃদ্ধি পাবে। এবং প্রতিদিন ৩৭৫ বার পড়লে যে কোন সৎ উদ্দেশ্য সফল হবে।

৭১. اَلْمُقَدِّمُ উন্নতিদাতা/يَا مُقَدِّمُ (ইয়া মুকদ্দিমু)

যে ব্যক্তি এ পবিত্র নামটি যুদ্ধে বা কোন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করার সময় ১১৯ বার পাঠ করবে ইংশা আল্লাহ সে জয়ী হবে।

৭২. اَلْمُؤَخِّرُ অবনতি দাতা/يَا مُؤَخِّرُ (ইয়া মুআখখিরু)

যে ব্যক্তি এ পবিত্র নামটি দৈনিক ১০০০ বার যিকির করবে পূর্ণরূপে আল্লাহর উপর নির্ভরশীল হবে এবং তার স্বভাব চরিত্র রীতিনীতি ওলী আল্লাহ এবং বুযুর্গানে দ্বীনের ন্যয় হবে।

৭৩. اَلْاَوَّلُ সর্ব প্রথম/يَا اَوَّلُ (ইয়া আওয়্যালু)

যে ব্যক্তির ছেলে হয় না, ৪০দিন ৪০ বার এ পবিত্র নামটি পাঠ করে পানিতে ফঁু দিয়ে অর্ধেক নিজে আর বাকী অর্ধেক স্ত্রীকে পান করাবে ইংশা আল্লাহ ছেলে সন্তান হবে।

৭৪. اَلْاٰخِرُ সর্ব শেষ/يَا اٰخِرُ (ইয়া আখিরু)

যে ব্যক্তি এ পবিত্র নামটি প্রতিদিন নিয়মিতভাবে ২১৯ বার পাঠ করবে ইংশা আল্লাহ পাঠ কারীর মনে আল্লাহ ব্যতীত অন্য কোন চিন্তা থাকবে না এবং পরকালে মুক্তিলাভের পথ প্রশস্ত হবে।

৭৫. اَلظَّاهِرُ প্রকাশ্য/يَا ظَاهِرُ (ইয়া যাহিরু)

যে ব্যক্তি এশার নামাযের পর এ পবিত্র নামটি ৫০০ বার যিকির করবে অন্তরে আল্লাহর নূর পয়দা হবে। তখন সর্বদা উত্তম ও নেক আমলের প্রতি দেহ মন আকৃষ্ট থাকবে।

৭৬. اَلْبَاطِنُ অপ্রকাশ্য/يَا بَاطِنُ (ইয়া বাতিনু)

যে ব্যক্তি এ পবিত্র নামটি ১০৩০ বার যিকির করবে ইংশা আল্লাহ তার অন্তরে আধ্যাত্বিক রহস্যাবলী প্রকাশ পেতে থাকবে এবং আল্লাহর প্রেম ও ভাল বাসা সৃষ্টি হবে।

৭৭. اَلْوَالِىُ সাহায্যকারী/يَا وَالِىُ (ইয়া ওয়ালিয়ু)

যে ব্যক্তি এ পবিত্র নামটি বৃহস্পতিবার রাতে ১০০ বার পড়বে সে কঠিন বিপদ থেকে রক্ষা পাবে।

৭৮. اَلْمُتَعَالِىْ সর্বোচ্চ/يَا مُتَعَالِىُ (ইয়া মুতাআলিয়ু)

এ পবিত্র নামটি দৈনিক ৫৮৫ বার পাঠ করলে দেশের প্রসিদ্ধ বীর পুরষরূপে গণ্য হবে এবং মনুষত্বের বিকাশ ঘটবে।

৭৯. اَلْبَرُّ অনুগ্রহকারী/يَا بَرُّ (ইয়া বাররু)

শিশুদের উপর নিয়মিতভাবে এ পবিত্র নামটি ৭ বার পড়ে ফুঁ দিলে ইংশা আল্লাহ তারা নিরাপদে থাকবে এবং নেককার হবে।

৮০. اَلتَّوَّابُ তাওবাহ কবুলকারী/يَا تَوَّابُ (ইয়া তাওয়য়াবু)

দৈনিক চাশতের নামাযের এ পবিত্র নামটি ৩৬৪ বার পাঠ করলে তাওবা করার সৌভাগ্য অর্জন করা যায়।

৮১. اَلْمُنْتَقِمُ প্রতিফল দানকারী/ يَا مُنْتَقِمُ (ইয়া মুংতাকিমু)

যে ব্যক্তি এ পবিত্র নামটি একাধারে তিন জুম‘আ প্রতি জুম‘আর নামাযের পরে এক বৈঠকে ৯০০০ বার যিকির করবে পরম শত্রুও বশীভূত হয়ে যাবে এবং সর্ব ক্ষেত্রে সে শত্রুর উপর জয়লাভ করবে।

৮২. اَلْعَفُوُّ ক্ষমাশীল/يَا عَفُوُّ (ইয়া আফুওয়ু)

যে ব্যক্তি এ পবিত্র নামটি দৈনিক ১৮৭ বার পাঠ করবে আল্লাহ তা‘আলা তাকে মাফ করে দিবেন।

৮৩. اَلرَّءُوْفُ কৃপাশীল/يَا رَءُوْفُ (ইয়া রঊফু)

নিজের অথবা অন্য কারও রাগ দমন করতে হলে একশত বার দুরূদ শরীফ ও ১১ বার এ পবিত্র নামটি পাঠ করে শরীরে ফুঁ  দিলে ইংশা আল্লাহ রাগ দমন হয়ে যাবে।

৮৪. المَالِكُ الْمُلْكِ বিশ্বপ্রতি, বিশ্বঅধিপতি/يَا مَالِكَ الْمُلْكِ (ইয়া মালিকাল মুলকি)

যে ব্যক্তি এ পবিত্র নাম প্রত্যেক নামাযের পর ২২১ বার পাঠ করবে ইংশা আল্লাহ তার ধন—দৌলত বৃদ্ধি পাবে। অবস্থা স্বচ্ছল হবে এবং অনেক ক্ষেত্রে রাজকীয় সম্মান লাভ হবে।

৮৫. ذُو الْجَلَالِ وَالْاِكْرَامِ মর্যাদাশালী ও মহিমাময়/يَا ذَ الْجَلَالِ وَالْاِكْرَامِ (ইয়া যাল জালালি ওয়াল ইকরাম)

এ পবিত্র নামটি সদা সর্বদা পাঠ করলে অন্তরে আল্লাহ তা‘আলার গভীর ভালবাসা সৃষ্টি হয়।

৮৬. اَلْمُقْسِطُ ন্যায় বিচারক/يَا مُقْسِطُ (ইয়া মুকসিতু)

যে ব্যক্তি এ পবিত্র নামটি দৈনিক ১০০ বার পাঠ করবে সে শয়তানের চক্রান্ত হতে নিরাপদ থাকবে।

৮৭. اَلْجَامِعُ একত্রকারী/يَا جَامِعُ (ইয়া জামিউ)

দৈনিক এ পবিত্র নামটি ১৪৫ বার পাঠ করতে থাকলে আত্বীয়—স্বজন ও বন্ধু—বান্ধবের সাথে বিবাদ বা বিচ্ছেদ হবে না।

৮৮. اَلْغَنِىُّ সম্পদশালী/يَا غَنِىُّ (ইয়া গনিয়্যু)

এ পবিত্র নামটি যে কোন রোগ—শোক এবং বিপদাপদ ও বালা—মুসীবতের সময় দৈনিক ১১১ বার যিকির করলে আল্লাহর ফজলে এ সব কিছু হতে মুক্তি পাবে।

৮৯. اَلْمُغْنِىُ সম্পদদানকারী ও অভাব মোচনকারী/يَا مُغْنِىُ (ইয়া মুগনিয়ু)

এ পবিত্র নামটি দৈনিক ১১৩১ বার যিকির করলে ধন—সম্পদ বৃদ্ধি পাবে এবং ১০১১ বার পড়লে দরিদ্রতা দূর হবে।

৯০. اَلْمَانِعُ নিষেধকারী/يَا مَانِعُ (ইয়া মানিউ)

এ পবিত্র নামটি ঘুমানোর সময় ২০ বার পাঠ করলে স্বামী—স্ত্রীর মধ্যে ঝগড়া—ফাসাদ থাকে না।

৯১. اَلضَّآرُّ ক্ষতির মালিক/يَا ضَآرُّ (ইয়া দাররু)

এ পবিত্র নামটি প্রত্যেক বৃহস্পতিবার দিবাগত রাত্রে ১০০ বার পাঠ করলে ইংশা আল্লাহ সর্ব প্রকার বিপদাপদ থেকে নিরাপদ থাকবে।

৯২. اَلنَّافِعُ সুফল দানকারী/يَا نَافِعُ (ইয়া নাফিউ)

কোন কাজের শুরুতে এ পবিত্র নামটি ৪১ বার পাঠ করলে ইংশা আল্লাহ কাজ তার ইচ্ছানুযায়ী পূরণ হবে।

৯৩. اَلنُّوْرُ নূর প্রদানকারী/يَا نُوْرُ (ইয়া নূরু)

যে ব্যক্তি জুম‘আর রাত্রে ৭ বার এ পবিত্র নামটি পাঠ করবে ইংশা আল্লাহ তার অন্তর আল্লাহর নূরে নূরান্নিত হয়ে যাবে।

৯৪. اَلْهَادِىُ সতপথ প্রদর্শক/يَا هَادِىُ (ইয়া হাদিউ)

এ পবিত্র নামটি যারা সদা সর্বদা যিকির করে তারা ন্যায় বিচার করার যোগ্যতা অর্জন করবে।

৯৫. اَلْبَدِيْعُ প্রথম সৃষ্টিকারী/يَا بَدِيُعُ (ইয়া বাদীউ)

এ পবিত্র নামটি দৈনিক ১০০ বার যিকির করলে আল্লাহর ফজলে মনের আশা পূরণ হবে এবং সকল রকম চিন্তা—ভাবনা থেকে মুক্ত থাকবে।

৯৬. اَلْبَاقِىُ চিরস্থায়ী, অনন্ত/يَا بَاقِىُ (ইয়া বাকিয়ু)

এ পবিত্র নামটি প্রতিদিন ১০০০ বার পাঠ করলে দু:খ কষ্ট ও চিন্তা দূর হবে।

৯৭. اَلْوَارِثُ উত্তরাধিকারী/يَا وَارِثُ (ইয়া ওয়ারিছু)

মাগরিব ও এশার নামাযের মাঝখানে এ পবিত্র নামটি ১১১১ বার যিকির করলে ইংশা আল্লাহ যাবতীয় দু:খ—কষ্ট ও ভয় দূর হবে।

৯৮. اَلرَّشِيْدُ সততা পছন্দকারী/يَا رَشِيْدُ (ইয়া রশীদু)

এ পবিত্র নামটি এশার নামাযের পর ১০০ বার পাঠ করলে পাঠকের সকল আমল আল্লাহ তা‘আলা কবুল করবেন।

৯৯. اَلصَّبُوْرُ ধৈর্য্যশীল/يَا صَبُوْرُ (ইয়া সবূরু)

এ পবিত্র নামটি দৈনিক সূর্যোদয়ের সময় ১১১১ বার যিকির করলে ইংশা আল্লাহ পাঠকের সমস্ত দু:খ—কষ্ট দূর হয় এবং ধৈর্য্যশক্তি বৃদ্ধি পায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ